
স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন: ব্রায়ান ডাইসনব্রায়ান ডাইসন ১৯৯২-২০০৩ সাল পর্যন্ত জনপ্রিয় কোকা-কোলা কোম্পানির প্রেসিডেন্ট এবং সিইও ছিলেন। ডাইসন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জর্জিয়া টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৭২তম কমেন্সমেন্টে সংক্ষিপ্ত ভাষণ দেন।স্বপ্নযাত্রার পাঠকদের জন্য ভাষণটি অনুবাদ করেছেন ফারজানা রুম্পা।জীবনটাকে সার্কাসের মতো কল্পনা করো। মনে করো তুমি সেই সার্কাসের প্রধান নায়ক। মঞ্চে তুমি খেলা দেখাবে। তোমার হাতে আছে পাঁচটি বল। বলগুলোকে তুমি ক্রমাগত শূন্যে উড়িয়ে আবার হাত দিয়ে ধরছো।এই পাঁচটি বলকে তুমি তোমার জীবনের কিছু অংশের সাথে মিলিয়ে ফেলো। যেমন ধরো- কাজ, পরিবার, স্বাস্থ্য, বন্ধু এবং প্রাণশক্তি।মনে করো তোমার জীবনের এ অংশগুলো শূন্যে ভেসে আছে।বলগুলোর একটি...